দাপুটে দানা
কলমে:- অদিতি মুখার্জী সেনগুপ্ত
ঘূর্ণিঝড় দানা মেলেছে ডানা,
শহরে যে তার ঢুকতে মানা।
করে না তোয়াক্কা নিষেধাজ্ঞা,
ধ্বংস কর্মে সে বড়ই প্রজ্ঞা।
ধুসর মেঘে আকাশ গেছে ছেয়ে,
দানা প্রবল বেগে আসছে ধেঁয়ে।
আসে সে বারে বারে ভিন্ন নামে,
মনে হাড় হিম করা ভয় যে জমে।
অসহায় সকলে দানার প্রকোপে,
স্বজন হারানোর ভয় মন কাঁপে।
মানব কেমনে করিবে তারে থিতু,
সে যে মহাকাল ভৈরবী ধুমকেতু।
দিলেন সতর্ক বার্তা বিজ্ঞানীগণ,
বার্তা মানলেই সুরক্ষিত জীবন।
শহরে ঢুকতে তারে করি মানা,
পাবে না কেউ প্রকৃতির যাতনা।।