নিজস্ব প্রতিনিধি – রাজ্যজুড়ে চলছে টানা বৃষ্টি। আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী বুধবারও উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার দুই দিনাজপুর মালদহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে