Zulfikarali Haldia: শুক্রবার প্রবল জোয়ারের টানে কুকড়াহাটি জেটিতে কাছি ছিঁড়ে বিপদে পড়ল যাত্রীবোঝাই লঞ্চ। হুগলি নদীর ঘূর্ণিজলে বেসামাল লঞ্চ গিয়ে ধাক্কা মারল   জেটির গ্যাংওয়ে ব্রিজে। লঞ্চের পিছনের অংশ মুহূর্তের মধ্যে ভেঙে ঢুকে যায় গ্যাংওয়েতে। লঞ্চের ডেকে দাঁড়িয়ে থাকা ৮-১০জন যাত্রী পড়প যান নদীতে। বেশ কয়েকটি বাইকও নদীতে তলিয়ে যায়। ওই সময় ডায়মন্ডহারবার যাওয়ার জন্য নিত্যযাত্রীরা লঞ্চে উঠছিলেন বলে জানা গিয়েছে। লঞ্চ উল্টে যাওয়ার উপক্রম হলে আর্ত চিৎকার শুরু করেন যাত্রীরা। ডাঙায় থাকা মানুষজন ও স্থানীয় মাজিরা চিৎকার শুনে ছুটে এসে নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করেন।

Loading