নিজস্ব প্রতিনিধি – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক দিবসে শিক্ষকদের উপযুক্ত সম্মান দেওয়ার কথা বলেছেন। কিন্তু বাস্তবে তা দেখা গেল না। দেখা গেল তার বিপরীত ছবি। রবিবার প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকা হাওড়া বাসস্ট্যান্ডে বুকে দাবি সনদ ঝুলিয়ে হাতে বাটি নিয়ে ভিক্ষা করতে নেমে ছিলেন। এই ঘটনাটা খুবই লজ্জার। আর এই ঘটনাকে নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এসএসকে, এমএসকে শিক্ষকেরা তাদের দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন। কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে তার বাসভবনে গিয়ে পুলিশের হাতে প্রহৃত হতে হয়েছিল শিক্ষক-শিক্ষিকাদের। শুধু তাই নয় রাজ্য শিক্ষা দপ্তরের সামনে অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে মার খেয়ে ৫ শিক্ষিকা বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করেন।

Loading