নিজস্ব প্রতিনিধি – শুক্রবারের তুলনায় শনিবার দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ। কমেছে মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,৩০২ জন। মৃত্যু হয়েছে ২৬৭ জনের। একদিনে সুস্থ হয়েছেন ১১,৭৮৭ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১,৭৫২।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪৪,৯৯,৯২৫। মৃত্যু হয়েছে ৪,৬৫,৩৪৯ জনের। সুস্থ হয়েছেন ৩,৩৯,০৯,৭০৮ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১,২৪,৮৬৮।
দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬,২৮,৭৪৪। মৃত্যু হয়েছে ১,৪০,৭০৭ জনের। সুস্থ হয়েছেন ৬৪,৭২,৬৮১ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১৫,৩৫৬।
217 total views, 2 views today