নিজস্ব প্রতিনিধি – লাদাখ নিয়ে ভারত ও চীনের মধ্যে দীর্ঘ উত্তেজনার জের ধরে সীমান্তের এয়ারবেসে শক্তি বাড়াতে শুরু করেছে চীন। ইতোমধ্যে ফাইটার জেট মজুত করছে দেশটি। লাদাখ সীমান্তের প্যাংগং সো থেকে ১০০ কিলোমিটারের মধ্যে চীনের এই এয়ারবেস। সেখানে ইউএভিও মোতায়েন করেছে চীন। নাগরি গুনসা এয়ারবেসে শক্তি বাড়াতে শুরু করেছে দেশটি। একের পর এক অত্যাধুনিক ফাইটার জেট মজুত করছে চীন। বেইজিংয়ের এই শক্তি বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় সেনারা। সূত্র জানায়, এ ঘটনায় সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে ভারত। কয়েকদিন আগেই লাদাখ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল চীনা সেনারা। তাতে আবারও উত্তেজনা বেড়েছিল। তারপর থেকে বেশ উত্তেজনা প্রবণ হয়ে রয়েছে লাদাখ সীমান্ত। এখন নতুন করে লাদাখ সীমান্তে চীনের শক্তিবৃদ্ধি ভাবিয়ে তুলেছে ভারতীয় সেনাদের।