নিজস্ব প্রতিনিধি – ভারতে করোনা শুরুর পর থেকে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন বলিউড অভিনেতা সোনু সুদ। এবার তিনি এক-দু’জন নন, একটা গোটা গ্রামের মানুষের খাবারের দায়িত্ব নিয়েছেন। জানা গেছে, সম্প্রতি এই অভিনেতা এক রিয়েলিটি শো-র বিচারক হিসেবে আসেন। আর সেখানেই উদয় নামের এক প্রতিযোগী কাতর স্বরে তার গ্রামের কথা জানান সোনুকে। তারপর সোনু তাকে জানায়, উদয় আমি তোমার মাধ্যমে তোমার সমস্ত গ্রামবাসীকে বলতে চাই ওখানে একমাস, দু’মাস-ছ’মাস যতদিনই লকডাউন হোক না কেন, সকল গ্রামবাসী যাতে রেশন পায় সেই ব্যবস্থা আমি করব। উল্লেখ্য, করোনার প্রথম ঢেউ মোকাবিলাতে ঝাঁপিয়ে পড়েন সোনু। সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করেন মানুষের জন্য। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, খাবার, চিকিৎসার ব্যবস্থা করে দেন। এবছর করোনার দ্বিতীয় ঢেউ সামলেও তিনি ও তার সংস্থা পুরোদমে কাজ করছেন।

Loading