নিজস্ব প্রতিনিধি – যাত্রী পরিষেবাকে আরো উন্নত করতে ভারতীয় রেলের নয়া পদক্ষেপ। এবার এল নতুন শীতাতপ নিয়ন্ত্রিত  ইকোনমি কোচ। ঘোষণা করা হয়েছে চূড়ান্ত ভাড়া।  এই কোচে মোট ৮৩টি বার্থ থাকবে। জানা গিয়েছে, ৩এসি ইকোনমি  কোচের ট্যারিফ আগের এসি-৩ টিয়ার থেকে ৮% কম করা হয়েছে। কেন্দ্রীয় রেল মন্ত্রক সূত্রে বলা হয়েছে, ৩এসি ইকোনমি কোচের সুবিধা সমস্ত মেইল, এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেনে পাওয়া যাবে। রেল মন্ত্রকের একটি বিজ্ঞপ্তি জারি করে বলে হয়েছে, ৩এসি  ইকোনমি কোচের মূল ভাড়া মেইল, এক্সপ্রেস ট্রেনের বর্তমান স্লিপার ক্লাস কোচের বেস ভাড়ার ২.৪ গুণ কম।

Loading