নিজস্ব প্রতিনিধি – রেগে গেলেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। তাকে নিয়ে এরকম ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না। আর তাই অভিনেতা সোজা দ্বারস্থ হলেন আদালতের! বেশ কয়েক মাস ধরেই বাজারে এসেছে নতুন এক অনলাইন ভিডিও গেম, যার নাম ‘সেলমন ভাই’! আর এই ভিডিও গেমের খবর পেতেই রেগে গেলেন সালমান। অভিনেতার অভিযোগ এই ভিডিও গেম একেবারেই তাকে নিয়ে বানানো হয়েছে। এমনকী, সালমানকে ব্যঙ্গ করে নাকি ভিডিও গেমে ব্যবহার হয়েছে ছবি। শুধু তাই নয়, অভিনেতার অভিযোগ ‘সালমান ভাই’ নামকে ব্যঙ্গ করেই এই গেমের নামকরণ! তবে এ পর্যন্ত তবু মেনে নিলেও, সালমানের আসল রাগের কারণ হল, এই খেলার বিষয়বস্তুকে নিয়ে। সালমানের হিট অ্যান্ড রান মামলার অনুকরণ করেই নাকি তৈরি করা হয়েছে এই গেম। অভিনেতার আইনজীবী জানিয়েছেন, সালমানের কাছ থেকে এই গেম তৈরির সময় কোনোরকম অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে, এই গেম তৈরির সংস্থার তরফ থেকে সালমানের এই অভিযোগের বিরুদ্ধে হলফনামা জমা দিয়েছেন। এই মামলার শুনানি হবে আগামী ২০ সেপ্টেম্বর। সালমান আপাতত ব্যস্ত রয়েছেন ‘টাইগার থ্রি’ ছবির শুটিংয়ে। মুম্বাইয়ে শুটিং শেষ করে আগস্ট মাসের শুরু থেকেই তুরস্কে চলেছে ‘টাইগার থ্রি’র শুটিং। বলিউড ব্লকবাস্টার এই ছবিতেও সালমান খান ও ক্যাটরিনা কাইফের রসায়ন ফের দেখতে পাবেন দর্শক।

Loading