নিজস্ব প্রতিনিধি – স্বাস্থ্য দপ্তরের অধীনে প্রায় ৪ হাজার স্টাফ নার্স নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার। প্রশিক্ষিত পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।

শূন্যপদের সংখ্যা:৩৯৭৪টি

মহিলা স্টাফ নার্স : ৩৫৭৭

পুরুষ স্টাফ নার্স : ৩৯৭

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা:

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরে এবং জি.এন.এম পাশ হতে হবে। এর পাশাপাশি ডিপ্লোমা এবং ট্রেনিং/সিএনই/পাবলিকেশন/অ্যাওয়ার্ড থাকতে পারে। তবে সেগুলি আবশ্যিক নয়।

আবেদনকারীর বয়স ২০ বছর থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। বয়স ১ জানুয়ারি ২০২১ তারিখ অনুযায়ী গণনা করা হবে।

বেতন:

পে লেভেল ৯ অনুসারে প্রতি মাসে ২৯,৮০০ টাকা।

আবেদনের প্রথম শেষ তারিখ:

৩ নভেম্বর ২০২১ থেকে আবেদন শুরু হয়েছে। আগামী ১৮ নভেম্বর ২০২১ পর্যন্ত আবেদন চলবে।

আবেদন করবেন কীভাবে?

পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। ওয়েবসাইটের লিঙ্ক : www.wbhrb.in

এই ওয়েবসাইটেই বিজ্ঞপ্তি পেয়ে যাবেন।

আবেদন ফি ২১০ টাকা।

Loading