নিজস্ব প্রতিনিধি – দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এর মধ্যেই অভাব দেখা দিয়েছে প্রয়োজনীয় ওষুধ, হাসপাতালের বেডের। ক্রমেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। রাজ্যের সংক্রমণে লাগাম টানতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার রাজ্যবাসীর স্বার্থে প্রধানমন্ত্রীকে টুইট করলেন মমতা। রাজ্যের মানুষকে রক্ষা করার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইট করে লেখেন, ‘গোটা ভারত জুড়ে করোনা ব্যাপক হারে বাড়ছে। পশিচমবঙ্গের মানুষদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমি ওষুধ এবং প্রয়োজনীয় ভ্যাকসিনগুলি আর্জি প্রধানমন্ত্রীকে জানিয়েছি।‘

 138 total views,  2 views today