নিজস্ব প্রতিনিধি -**রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭৬৩, ১৩জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে কলকাতা। উদ্বেগ বাড়াচ্ছে দুই ২৪ পরগনাও।
**রিষড়ায় ওয়েলিংটন জুটমিলে আধিকারিকদের আবাসনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে। প্রায় এক বছর বন্ধ থাকার পর খুলেছে রিষড়ার ওয়েলিংটন জুটমিল। শ্রমিকদের অভিযোগ, সবাইকে কাজে নেওয়া হচ্ছে না। এতেই ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে জুটমিলের অফিসার্স আবাসনে ভাঙচুর চালান শ্রমিকরা। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ পৌঁছনোর পর পরিস্থিতি আওতায় আসে
118 total views, 2 views today