নিজস্ব প্রতিনিধি- করোনা মহামারি নিয়ন্ত্রণে ভারতে মোট ১০০ কোটি টিকা দেওয়া হয়েছে বলে দাবি করেছে দিল্লি। গত ২১ অক্টোবর এমন দাবি করার এরপরই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে বলেছিলেন, ‘কোভিডের বিরুদ্ধে লড়াইতে আরও শক্তিশালী হলো ভারত।’ তবে ১০০ কোটি টিকা দেওয়ার দাবি মিথ্যা বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রবীন্দ্র মুক্তমঞ্চে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মমতা বলেন, ‘ভারতে মোট জনসংখ্যা ১৩০ কোটি। কীভাবে ১০০ কোটি মানুষকে টিকা দেয়া হয়ে গেল? এখন পর্যন্ত দেশে ২৯ কোটি ৫২ লাখ মানুষ টিকার দুটি করে ডোজ পেয়েছেন। একটাও টিকা পাননি এমন মানুষ আছে অসংখ্য। সেই সব মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা না করে কৃতিত্বের দাবি করছেন মোদি। মিথ্যা ঢোল পিটিয়ে যাচ্ছেন।

 

Loading