নিজস্ব প্রতিনিধি – ফের বিক্ষোভে উত্তাল ভারতের উত্তর প্রদেশ। বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন কৃষকেরা। উত্তর প্রদেশের মুজাফফরনগরে গতকাল রোববার লাখ লাখ কৃষক বিক্ষোভে অংশ নেন। ভারতের সংসদে গত নভেম্বরে বিতর্কিত কৃষি আইন পাস হওয়ার পর থেকেই কৃষকদের এই বিক্ষোভ শুরু হয়। কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন, ‘আমরা বিক্ষোভ জোরালো করে সবাইকে জানিয়ে দিতে চাই নরেন্দ্র মোদি সরকার কৃষকবিরোধী সরকার।’ সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাকেশ টিকায়েত বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ‘এবার শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামেই প্রচার-প্রচারণা চালানো হবে। বিজেপি কর্মী-সমর্থকরা যা করেন, কৃষকরাও তাই করবেন।’কৃষক আন্দোলনে ভিন্ন রকমের প্রতিবাদ করার ইঙ্গিত দিয়ে রাকেশ টিকায়েত বলেন, ‘আমরা আন্দোলনে শুধু প্রধানমন্ত্রীর প্রচারই করব। প্রধানমন্ত্রী মোদি সবকিছু বিক্রি করে দিচ্ছেন। আমরা মানুষকে জানাব কী কী বিক্রি করা হচ্ছে। এতে মোদির প্রচার হবে। বিদ্যুৎ, পানি ইত্যাদি অনেক কিছুই বিক্রি করা হচ্ছে। এসব বিষয়ে মানুষকে জানানো কি ভুল কিছু হবে?’ রাকেশ টিকায়েত আরও বলেন, ‘সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায় আমরা আলোচনায় যাবো। আমাদের দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। স্বাধীনতার সংগ্রাম চলেছে ৯০ বছর পর্যন্ত। আমাদের এই কৃষক আন্দোলন কত দিন চলবে সে সম্পর্কে বলা যাচ্ছে না।’