নিজস্ব প্রতিনিধি – ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিলো মঙ্গলবার থেকে। সেই সূত্রে আগামী রোববার নরেন্দ্র মোদির জনসভায় তিনি যোগ দেবেন বলেও কানাঘুষা হচ্ছিলো। জল্পনায় আরও বেগ পায় বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের এক মন্তব্যে।

সৌরভের পরিবার জানায়, বিজেপিতে কোনোভাবেই যোগ দিচ্ছেন না বিসিসিআইয়ের এই প্রেসিডেন্ট। চলতি বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন সৌরভ, এখনো আছেন বিশ্রামে। বাড়ি থেকেই সামলাচ্ছেন অফিস। খুব একটা বের হচ্ছেন না বাড়ি থেকে। এ অবস্থায় মোদির জনসভায় যোগ দেওয়ার প্রশ্ন আসে না বলেও জানান সৌরভ।

 144 total views,  2 views today