নিজস্ব প্রতিনিধি – পুজোর মন্ডপে মন্ডপে থিক থিকে ভিড়। ঠাকুর দেখতে বেরিয়ে অনেকের মুখেই থাকছে না মাস্ক। দূরত্ব বিধি দূর অস্ত। শিশুদের নিয়েও বাড়ছে আশঙ্কা। এই অবস্থায় সাধারণ মানুষকে বারবার সতর্ক করছেন চিকিৎসকরা। পুজো দেখার ধুম ! মণ্ডপের বাইরে, পাড়ার গলি , বড় রাস্তা..সর্বত্র উপচে পড়া ভিড়। শিশু হোক বা বৃদ্ধ – নজরে পড়ছে মাস্কহীন মুখের সারি। উধাও দূরত্ব বিধি। করোনার দাপটে গতবার পুজোর আনন্দ ফিকে হয়েছিল। কিন্তু, এবার যেন সব বাঁধন ছাড়া !

Loading