নিজস্ব প্রতিনিধি- ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির অভিযোগের প্রেক্ষিতেই নিয়ম পরিবর্তন করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারত-ইংল্যান্ডের মধ্যকার সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে রিভিউতে ‘আম্পায়ার্স কল’ আর এলবিডব্লুর আউটের নিয়ম পরিবর্তনের দাবি তোলেন কোহলি। ভারতীয় অধিনায়কের আবেদনের প্রেক্ষিতেই শেষ পর্যন্ত রিভিউতে এলবিডব্লুর আউটের নিয়ম কিছুটা পরিবর্তন করেছে আইসিসি।

আগের নিয়মে আম্পায়ার এলবিডব্লুর আবেদনে সাড়া না দিলে দেখা হতো বলের অর্ধেক লেগ অথবা অফ স্টাম্প কিংবা বেলসে আঘাত করেছে কি না। যদি বলের অর্ধেক অফ বা লেগ স্টাম্পের পাশে বা বেলসের নিচের দিকে না থাকত, তাহলে মাঠের আম্পায়ারের ‘নট আউট’ সিদ্ধান্তই বহাল থাকত।

নতুন নিয়মে উইকেট অঞ্চল থেকে বেলসের উচ্চতা একটু বাড়ানো হয়েছে। আগে বল বেলসের কোথায় আঘাত করবে, সেটি ধরা হতো বেলসের নিচের দিকটা। এখন এ উচ্চতা বাড়িয়ে বেলসের ওপরের দিক করা হয়েছে।

নতুন নিয়মে বলের কিছু অংশ স্টাম্পে লাগলেই আম্পায়ারের ‘নট আউট’ সিদ্ধান্ত রিভিউতে পাল্টে যাবে।

 192 total views,  2 views today