অভিনব পোশাকের একটি দোকান চালু করেছে ব্যাঙ্গালুরুর চার কলেজ শিক্ষার্থী। যেখান থেকে নিম্নবিত্তরা এক টাকা খরচ করে একটি পোশাক কিনতে পারবেন।  উদ্যোক্তারা জানান, সাত জন হৃদয়বান ব্যক্তির অনুগ্রহে চলছে তাদের কার্যক্রম। চলতি মাসে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি খেলনার দোকান খোলার পরিকল্পনা করছে তারা। দোকানে কাপড় বিক্রির অর্থ জমা হচ্ছে শিক্ষা এবং চিকিৎসা তহবিল গঠনে। দোকানের চার উদ্দ্যোক্তা মেলিশা, বিনোদ, নিতিন এবং ভিগনেশ তাদের দোকানের নাম দিয়েছেন ইমেজিন ক্লথ ব্যাংক। সেপ্টেম্বর মাসের ১২ তারিখ থেকে চালু হওয়া এই কাপড়ের দোকানটি সপ্তাহে শুধু রবিবার খোলা থাকে। দোকানটিতে বর্তমানে প্যান্ট,শার্ট, শাড়ি, স্কার্ট এবং জ্যাকেট বিক্রি হয়।

 396 total views,  6 views today