নিজস্ব প্রতিনিধি – বেসরকারি সংস্থার হাতে চলে গেল হাওড়া স্টেশন লাগোয়া রেল মিউজিয়াম।এবার থেকে এই মিউজিয়ামের দেখাশোনার দায়িত্ব থাকবে বেসরকারি সংস্থার হাতে। দেখভাল থেকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি সংস্থার হাতে।
স্টিম ইঞ্জিন। পুরনো কোচ ! রেলের সিগন্যালিং ব্যবস্থা। টয় ট্রেন থেকে দুষ্প্রাপ্য বিভিন্ন ছবি। এক কথায়, ভারতীয় রেলের বিবর্তনের সাক্ষী হাওড়ার স্টেশন লাগোয়া এই রেল মিউজিয়াম। এখানেই রাখা রয়েছে, প্রায় দেড় শতাব্দীর পুরনো ভারতীয় রেলের টুকরো টুকরো ইতিহাস!!