নিজস্ব প্রতিনিধি- আগামী ১৮ জুন শুরু হবে বহু প্রতীক্ষীত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাউদাম্পটনের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি বিরাট কোহলির ভারত। ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে কোহলি এবং হেড কোচ রবি শাস্ত্রীকে নিয়ে একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন হয়েছিল। সেখানেই দুইজনের ‘গোপন’ আলোচনা ফাঁস হয়ে যায়। আসলে ভিডিও কনফারেন্সে ‘লাইভ’ শুরু হয়ে গেছে তা খেয়াল করেননি ভারতের কোচ এবং ক্যাপ্টেন। কোহলিকে বলতে শোনা যায়, “আমরা ওদের রাউন্ড দ্য উইকেট বল করব। বাঁহাতি ব্যাটসম্যান আছে ওদের দলে। লালা, সিরাজ সবাইকে শুরু থেকেই লাগিয়ে দেব। ” লালা হল ভারতীয় দলে মোহম্মদ শামির ডাকনাম।
বোঝাই যাচ্ছে ফাইনালে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের বিরুদ্ধে রণকৌশলের কথা বলছিলেন কোহলি। কেন উইলিয়ামসন এবং রস টেলর বাদে নিউজিল্যান্ডের প্রথম সারির প্রায় সবাই বাঁ হাতি। এদিকে, মোটামুটি একই সময়ে ভারতের দুইটি দল দুই জায়গায় খেলবে। এ প্রসঙ্গে সাংবাদিকদের রবি শাস্ত্রী বলেন, এই নিয়ম হয়তো ভবিষ্যতে পাকাপাকি ভাবেই চালানো যেতে পারে। স্বর্ণযুগের সময় অস্ট্রেলিয়ান বোর্ড একই দাবি জানিয়েছিল। তখন মেনে নেয়নি আইসিসি। তবে এখন পরিস্থিতি অন্যরকম। অনুমতি পাওয়া যেতেও পারে।
276 total views, 2 views today