শান্তি রায়চৌধুরী: আইপিএলের মর্যাদা আরো বেড়ে গেল। ম্যানচেস্টার ইউনাইটেড, যে ক্লাবকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব বলা হয়, সেই ক্লাবের মালিক ‘দ্য গ্লেজার’ পরিবারের নজর এবার পড়ল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টি-টোয়েন্টি প্রতিযোগিতা ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সম্প্রতি বিসিসিআই ইনভাইটেশন টু টেন্ডার (আইটিটি) ছেড়েছে। একটি কোম্পানির মাধ্যমে সেটা কিনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ধনাঢ্য ক্লাবের আমেরিকানভিত্তিক মালিক। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টি-টোয়েন্টি লিগে বিনিয়োগ করতে আগ্রহী তারা। ফ্র্যাঞ্চাইজির জন্য বিড করতে আগ্রহী বিডারের ব্যক্তিগত নেট অর্থ হতে হবে আড়াই হাজার কোটি টাকা। গ্লেজার পরিবার ছাড়াও আইটিটি নিয়েছে আদানি গ্রুপ, টরেন্ট ফার্মা, অরবিন্দ ফার্মা, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, হিন্দুস্তান টাইমস মিডিয়া, জিন্দাল স্টিল। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে আইপিএলে জায়গা পাওয়ার দৌড়ে আছে আহমেদাবাদ, লক্ষ্ণৌ, গুয়াহাটি, কটাক, ইন্দোর ও ধর্মশালা।