নিজস্ব প্রতিনিধি – রান্নার গ্যাস সহ পেট্রোল, ডিজেল এবং কেরোসিনের দাম বেড়েই চলেছে। মোদি সরকারের কোন লক্ষ ই নেই।  বর্ধিত দাম প্রত্যাহারের জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন ট্যুইট করে এই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি সরকারকে সরাসরি নির্দয় বলেও তোপ দেগেছেন তিনি৷ ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিজেপি সরকার এতটা জনবিরোধী দেখে আমি গভীর ভাবে দুঃখিত৷ রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল এবং রান্নার তেলের দাম নজিরবিহীন ভাবে বেড়েছে৷ সাধারণমানুষ-এর খরচ বহন করতে পারছেন না।

Loading