নিজস্ব প্রতিনিধি – বলিউড সুপারস্টার সালমান খান চলতি বছর শুরু করেছেন তাঁর বহুলপ্রতীক্ষিত ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমা দিয়ে। ঈদে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ ও জিপ্লেক্সে মুক্তির পর সিনেমাটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেক চিত্রসমালোচক। এই পুরাতন খবরের ভিড়ে সালমান ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে—জুলাই মাসে বড় বাজেটের নতুন দুই সিনেমার ঘোষণা দিতে পারেন বলিউড ভাইজান। বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম খবর, সালমানের নতুন সিনেমার তালিকায় আছে তামিল সুপারস্টার থালাপথি বিজয়ের চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া সুপারহিট ‘মাস্টার’ সিনেমার নাম। সিনেমাটির হিন্দি রিমেকে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন সালমান খান।

 108 total views,  2 views today