Zulfikarali, Panskura – খড়্গপুর থেকে মেচেদা গামী বালিভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পাশে থাকা একটি খাবারের দোকানে । একজন মৃত তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো তিনজন গাড়ির নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা করছেন এলাকাবাসী । এই মুহূর্তে উদ্ধারকাজ চলছে । ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ । দুটি ক্রেন দিয়ে গাড়ি তোলার ব্যবস্থা চলছে । পাঁশকুড়া থানার দীগলাবাড়ের ঘটনা