নিজস্ব প্রতিনিধি – এই সময়ে জনপ্রিয় সোশ্যাল সাইট ইনস্টাগ্রাম। তারকারাও এখন ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামে বেশি সক্রিয়। বলিউড তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া। তার অ্যাকাউন্টে রয়েছে ৬৫ মিলিয়ন ফলোয়ার। এই বিশাল অনুসারী থাকার সুবাদে ইনস্টা থেকে প্রিয়াঙ্কার আয়ের পরিমাণও উল্লেখযোগ্য। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট দেয়ার জন্য প্রিয়াঙ্কা চোপড়া ৩ কোটি রুপি সম্মানী নেন। সম্প্রতি চলচ্চিত্র প্রযোজক ও ট্রেড অ্যানালিস্ট রিগীশ জোহর একটি তালিকা প্রকাশ করেছেন। যেখানে বিশ্বের সর্বোচ্চ সম্মানী পাওয়া ইনস্টাগ্রাম তারকাদের নাম রয়েছে। সর্বোচ্চ সম্মানী নেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি প্রতি পোস্টের জন্য পান ১১ দশমিক ৯ কোটি রুপি। দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। তার সম্মানী ১১ কোটি।
118 total views, 2 views today