নিজস্ব প্রতিনিধি – প্রায় এক মাস পর ভারতে দৈনিক সংক্রমণের হার ৩ লাখের নিচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার মানুষ। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের। মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৩৯০ জন।
প্রতিবেদনে বলা হয়, ভারতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৫ লাখ ১৬ হাজার ৯৯৭ জন। আর সেরে ওঠার হার ৮৪ দশমিক ৮১ শতাংশ। দেশটিতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৭৪১ জন।
122 total views, 2 views today