নিজস্ব প্রতিনিধি – জ্বালানির দাম বেড়েই চলেছে। থেমে থাকার কোন লক্ষণ নেই। আজ মঙ্গলবারও কলকাতায় ফের বাড়ল পেট্রোলের দাম। তবে ডিজেলের দাম বাড়ানো হয়নি। লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ১১০ টাকা ৪৯ পয়সা। তবে ডিজেলের দাম গতকাল যা ছিল তাই রয়েছে। লিটারে ১০১ টাকা ৫৬ পয়সা। জ্বালানির দাম লাগাতার বাড়ায় এস প্রভাব পড়েছে বাজারে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ার জন্য মাছ থেকে সবজি, সবকিছুরই দাম চড়া। মধ্যবিত্তের নাভিশ্বাস হলেও এখনও কী কেন্দ্র, কী রাজ্য কারও তরফেই পেট্রোল-ডিজেলের দাম কমানোর কোনও উদ্যোগ চোখে পড়েনি।
281 total views, 10 views today









