নিজস্ব প্রতিনিধি – পুজোর মুখেই বাড়ল রাজ্যে করোনা সংক্রমণ। অবশ্য কিছুটা কমল মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ৭৮৪ জন আক্রান্ত। ৬ জনের মৃত্যু হয়েছে। উদ্বেগ বাড়িয়ে রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা । কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১৫৮, একজনের মৃত্যু হয়েছে। আর দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে ১২৮ জন সংক্রমিত। ২ জনের মৃত্যু হয়েছে।