নিজস্ব প্রতিনিধি – পাঁশকুড়ায় বিজেপির বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হল। সেই সঙ্গে শুভেন্দুর কনভয়ের পিছনে থাকা বিজেপি কর্মীদেরও মারধর করার অভিযোগ ও উঠেছে। পাঁশকুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে কিছুদিন আগে মারধর করার অভিযোগ সেই আক্রান্ত বিজেপি নেতাকে দেখতে তার বাড়িতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময়ই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ।
এই ঘটনার পর শুভেন্দু তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন।তাঁর অভিযোগ, রাজ্যে আইনের শাসন নেই।তালিবান শাসন চলছে।
144 total views, 2 views today