নিজস্ব প্রতিনিধি – টোকিও অলিম্পিকে রুপো জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন মণিপুরের ইম্ফলের মীরাবাই চানু। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। উত্তর পূর্ব ভারতের বাসিন্দা মীরাবাই চানুর সাফল্যে মুগ্ধ দেশবাসী। প্রশংসার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়াজুড়ে। তবে, এসব কিছুকেই ভন্ডামি বলে মনে করছেন মডেল তথা মিলিন্দ সোমানের স্ত্রী অঙ্কিতা কোনওয়ার। টুইটারে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। বর্ণ বৈষম্যের অভিযোগ তুলে সরব হয়েছেন অঙ্কিতা। তাঁর দাবি, উত্তর পূর্বের বাসিন্দাদের সবসময় ভারত থেকে আলাদা ধরা হয়। তিনি নিজেও আসামের বাসিন্দা। তাঁর সঙ্গেও এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। অঙ্কিতা টুইটে লেখেন, ‘যদি তুমি উত্তর পূর্বের বাসিন্দা হও তবে তুমি শুধুমাত্র পদক জিতলেই ভারতীয় নাগরিক। নয়ত ‘চিঙ্কি’, ‘নেপালি’, ‘চাইনিজ’।  এ সবই ভন্ডামি।‘ তিনি এই লেখার মাধ্যমেই ভারতের চরম বৈষম্যের কথা তুলে ধরেন। ভারতের বাসিন্দারা উত্তর পূর্বাঞ্চলকে ঠিক কিভাবে দেখে সেটার বহিপ্রকাশ ঘটেছে অঙ্কিতার এই লেখার মাধ্যমে।

Loading