নিজস্ব প্রতিনিধি- একুশের নির্বাচনের হাই ভোল্টেজ লড়াইয়ের ক্ষেত্র নন্দীগ্রাম। ভোটের ময়দানে মুখোমুখি দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এবার সেই নন্দীগ্রামে যাচ্ছেন দিল্লির কৃষক আন্দোলনের প্রধান সংগঠন সংযুক্ত কৃষক মোর্চার নেতা রাকেশ টিকাইত। সেখানে গিয়ে মহা পঞ্চায়েতে যোগ দেবেন তিনি। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবেন বলেও জানা গিয়েছে।
আগামী ৫ এপ্রিল বাংলায় ট্রাক্টর ব়্যালি করবেন বলেও জানিয়েছিলেন রাকেশ টিকাইত। এরপরই শনিবার রাজ্যে এসেছেন তিনি। রবিবার তিনি যাবেন সিঙ্গুর ও নন্দীগ্রামে। কেন্দ্রের তিন কৃষি আইন সম্পর্কে কথা বলবেন রাজ্যের কৃষকদের সঙ্গে।