নিজস্ব প্রতিনিধি-  ভারতের অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য মাত্র দেড় মাসেই দুই হাজার ১০০ কোটি টাকার তহবিল সংগ্রহ হয়েছে।

সোমবার পর্যন্ত এ অর্থ জমা হয়েছে বলে তহবিল সংগ্রহের কাজে জড়িত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন।

গত ১৫ জানুয়ারি রামমন্দির নির্মাণের জন্য পাঁচ লাখ ১০০ টাকা অনুদান দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর পর নানা জায়গা থেকে রামমন্দির নির্মাণের টাকা এসেছে। টাকা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দিল্লির এমপি গৌতম গম্ভীরসহ অনেকেই।

বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিমবঙ্গ সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, পশ্চিমবঙ্গে অর্থসংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল ৫০ কোটি। গত ১৭ ফেব্রুয়ারি সেই লক্ষ্য পূরণ করেছে পরিষদ।

তখনই দেশজুড়ে সংগৃহীত অর্থের পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। ১ মার্চ সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০০ কোটি টাকায়।

মূলত বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে গত বছর মকরসংক্রান্তির সময় এই অর্থ সংগ্রহের কাজ শুরু হয়।

সংগঠনের কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার বলেছেন, সারা দেশে ১০ লাখ দল তৈরি করে ও ৪০ লাখ কর্মী নিয়ে পৃথিবীর এই বৃহত্তম প্রচার ও অর্থ সংগ্রহ অভিযান চালিয়েছেন তারা।

এ সময় তারা দেশের বিভিন্ন শহর, গ্রামে মানুষের দরজায় দরজায় গেছেন। যখন এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তখন কথা ছিল এক হাজার ১০০ কোটি টাকা সংগ্রহ করা হবে।

কিন্তু সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণের ফলে সংগৃহীত অর্থের পরিমাণ দুই হাজার ১০০ কোটি টাকায় পৌঁছে গেছে।

Loading