নিজস্ব প্রতিনিধি – ধীরে ধীরে দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৫৮ জন সংক্রামিত হয়েছেন, যা গত ২৩১ দিনে সর্বনিম্ন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৪৭০ জন। মৃত্যু হয়েছে ১৬৪ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ৪০ লক্ষ ৯৪ হাজার ৩৭৩ জন সংক্রামিত হয়েছেন। করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৪ লক্ষ ৫৮ হাজার ৮০১ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৪৫৪ জনের। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ১ লক্ষ ৮৩ হাজার ১১৮টি। এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৯৮ কোটি ৬৭ লক্ষ ৬৯ হাজার ৪১১ জন।