Zulfikarali – শান্তিপুর বাম্পার এর কাছে মাননীয় রতন স্যার বাবুর বাড়ির সামনে দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় বিদ্যুতের তার বেরিয়ে পড়ে রয়েছে। যেকোনো সময় অঘটন ঘটে যেতে পারে। তাই আগাম ব্যবস্থা হিসেবে এলাকার বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পঞ্চানন দাস ও এলাকার প্রধান সেলিম আলী বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানায়।  এলাকাবাসীর দাবি, আপনারা দ্রুত সমস্যা করবেন এই আশা রাখি। না হলে অন্যথায় অনেক কিছু ঘটনা ঘটতে পারে।

 142 total views,  4 views today