নিজস্ব প্রতিনিধি – ডাইনোসরের নতুন একটি প্রজাতি তালিকাভুক্ত করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। দানবীয় আকৃতির এই প্রজাতির নাম দেয়া হয়েছে ‘দ্য সাউদার্ন টাইটান’ বা দক্ষিণাঞ্চলীয় দানব। ২০০৭ সালে আবিষ্কার হয়েছিল এই ডাইনোসরের নিদর্শন। এখন তারা জানিয়েছেন, এটি অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া সবথেকে বড় ডাইনোসর ছিল। খবরে বলা হয়, বিশ্বের বিভিন্ন স্থানে দানবীয় ডাইনোসরের শরীরের অংশ বা জীবাশ্ম পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার এই প্রজাতিটি সবথেকে বড় ১৫টি প্রজাতিগুলোর একটি। এটির উচ্চতা ছিল ২১ ফুট এবং এটির দৈর্ঘ্য ছিল প্রায় ১০০ ফুট। এটি একটি বাস্কেটবলের কোর্টের সমান আকৃতির ছিল। কুইন্সল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথম এর হাড় পাওয়া যায়। গত এক দশক ধরে এই হাড় নিয়ে গবেষণা চলে। এরপরই বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন এটি আসলে একটি ভিন্ন প্রজাতির ডাইনোসর।
176 total views, 2 views today