নিজস্ব প্রতিনিধি – ভারতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা রজনীকান্ত। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে এই কথা ঘোষণা করেছেন।
টুইটে তিনি লিখেছেন, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা রজনীকান্তকে ২০২০ সালের দাদাসাহেব ফালকে পুরষ্কার দেওয়ার ঘোষণায় তিনি খুশি। অভিনেতা,প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসাবে তাঁর অবদান অনস্বীকার্য।