নিজস্ব প্রতিনিধি – ভ্যাপসা গরম বাড়ছে কলকাতা-সহ জেলাগুলিতে। এই আর্দ্রতা থাকবে আরও কিছুদিন। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বাড়বে তাপমাত্রা। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশিদিন নেই, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গল ও বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি সতকর্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি জেলাতেও মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস। বাড়বে নদীর জল স্তর, নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনার সতর্কতা জারি হয়েছে৷