Zulfikarali, mecheda: তিন মাসের শিশুভ্রূণ রাস্তার ওপর পড়ে,, কামড়ে খাচ্ছে পিপড়ে , চরম অমানবিকতার ছবি কোলাঘাট থানার শান্তিপুর গ্রামে । পাশেই রয়েছে একটি বেসরকারী  শিশু  নার্সিংহোম । স্থানীয়দের দাবি এই নার্সিংহোম হওয়ার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে এলাকায় । যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ দাবি এই ঘটনার সাথে নার্সিংহোমের কোনো সম্পর্ক নেই  । ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ  পৌঁছে  শিশুভ্রূণটিকে উদ্ধার করে নিয়ে যায়।

Loading