নিজস্ব প্রতিনিধি – যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তাঁর মালিকানাধীন ওয়াশিংটন ডিসির একটি হোটেলের আয় অতিরঞ্জিত করার অভিযোগ উঠেছে। তিনি দাবি করেছিলেন ক্ষমতায় থাকাকালীন ওই হোটেল থেকে তাঁর আয় হয়েছিল ১৫ কোটি ডলার। কিন্তু কংগ্রেসের গঠিত একটি তদন্ত কমিটি বলেছে, ওই হোটেলে ট্রাম্পের লাভের পরিবর্তে ক্ষতি হয়েছে ৭ কোটি ডলার। বিবিসির খবরে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের হোল্ডিং কোম্পানি ওই হোটেলকে ২.৪ কোটি ডলার সহায়তা করেছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হোটেলের মালিকানা, ঋণদাতা এবং তৃতীয় পক্ষের ভূমিকা সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলোও ট্রাম্প গোপন করেছেন। এ ছাড়া বিদেশি বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে ওই হোটেল ৩৭ লাখ ডলার পেমেন্ট নিয়েছে।  এ ছাড়া তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, ট্রাম্প তাঁর চার বছরের শাসনামলে একটি বিদেশি ব্যাংক থেকে গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা পেয়েছেন। কিন্তু ট্রাম্পের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দাবি প্রত্যাখান করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা বলেছেন, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশে এমন প্রতিবেদন দেওয়া হয়েছে। তাঁরা এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, এই হোটেলটি ২০১৬ সালে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প মনোনয়ন পাওয়ার কয়েক সপ্তাহ পর চালু হয়। এরপর তিনি এর মালিকানা থেকে অব্যাহতি নিয়ে একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালনার জন্য দিয়ে দেন। ২০১৯ সাল থেকে হোটেলটি বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোন ক্রেতা না পাওয়ায় এটি বিক্রি করতে পারেনি প্রতিষ্ঠানটি।

Loading