নিজস্ব প্রতিনিধি- ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্ট জয় ভারতের জন্য অনন্য অর্জন হয়ে থাকল। চার টেস্টের এই সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় বিরাট কোহলির দল। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। এর পাশাপাশি আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে সবার শীর্ষে ওঠে গেছে তারা। নিউজিল্যান্ডকে পেছনে ফেলে এখন এক নম্বরে ভারত।

শীর্ষে থাকা ভারতের রেটিং ১২২। তাদের পরের অবস্থানে আছে নিউজিল্যান্ড। কিউইদের রেটিং ১১৮। ১১৩ রেটিং নিয়ে তৃতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া। এর আগে গত কয়েক মাস আগে অস্ট্রেলিয়াকে টপকে নিউজিল্যান্ড টেস্ট ব়্যাংকিংয়ের এক নম্বরে গিয়েছিল। এবার তাদের কাছ থেকে সিংহাসন নিজেদের করে নিলেন কোহলিরা। এদিকে ভারতের কাছে সিরিজ হারের পর ইংল্যান্ডের রেটিং দাঁড়ায় ১০৫। র‍্যাংকিংয়ে তাদের অবস্থান ৪ নম্বরে।

 144 total views,  4 views today