নিজস্ব প্রতিনিধি – করোনার জোড়া টিকা নিলে তবেই প্রবেশ করা যাবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে। জানিয়ে দিয়েছেন কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। করোনার তৃতীয় ঢেউয়ের কথা চিন্তা করেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা মন্দির কমিটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, মন্দিরের কাজে যুক্ত ব্যক্তিদের জোড়া টিকা দেওয়ার কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে হবে। জোড়া টিকা নিলেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে। সরকারি বিধিনিষেধ যাতে কোনওভাবেই ভঙ্গ না হয়, সেদিকেও কড়া নজর রেখে চলতে হবে বলে জানানো হয়েছে।