নিজস্ব প্রতিনিধি – ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিক্ষোভের মাঝে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সুপার সঞ্জয় বশিষ্ঠ। আপাতত তিনি চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ঘরের তালা ভেঙে তাঁকে উদ্ধার করে। উল্লেখ্য, কয়েকদিন ধরেই মেডিকেলে বিক্ষোভ দেখাচ্ছেন কলেজের পড়ুয়ারা। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, কি কারণে পড়ুয়ারা আন্দোলন করছেন তা কর্তৃপক্ষের জানা নেই। তাঁদের লিখিতভাবে দাবি-দাওয়া পেশ করতে বলা হয়েছিল, কিন্তু তা করা হয়নি। এদিকে আন্দোলনকারী পড়ুয়ারা জানিয়েছেন, রাত ১০টার পর লবিতে বসার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি সহ একাধিক কারণে অগাস্ট মাসের মাঝামাঝি থেকে আন্দোলনে নেমেছেন পড়ুয়ারা। বুধবার রাতে বিক্ষোভ চলাকালীন সেখানে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন। পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। আলোচনার মাধ্যমে সমস্যা মিটে গিয়েছে বলে দাবি করেন তিনি।