রাজ্যে গ্রুপসিএবং গ্রুপডিপদে কর্মী নিয়োগ, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধি – মালদা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথোরিটিতে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এক মাস ধরে আবেদন চলছে। রাজ্যের যে কোনও জেলা থেকে আবেদন করা যাবে। জানুন বিশদে। কী কী শূন্যপদে নিয়োগ হবে: লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্ট কাম অফিসার মাস্টার, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার, গ্রুপ ডি।

শিক্ষাগত যোগ্যতা:

লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্ট কাম অফিসার মাস্টার: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। কম্পিউটারের নূন্যতম জ্ঞান থাকতে হবে। মিনিটে ২০টি শব্দ টাইপ করার স্পিড থাকতে হবে।

লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার:

এক্ষেত্রেও উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। কম্পিউটারের নূন্যতম জ্ঞান থাকতে হবে। মিনিটে ২০টি শব্দ টাইপ করার স্পিড থাকতে হবে।গ্রুপ ডি: অষ্টম শ্রেণি পাশ হতে হবে।

বয়সসীমা :  ১৮ বছর থেকে ৩৭ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদ :  ৩ টি। চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে। ওবিসি প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় তিন বছরের ছাড় দেওয়া হবে। এসসি/এসটি প্রার্থীদের বয়সে পাঁচ বছরের ছাড় মিলবে।

আবেদন ফি: প্রথম দুটি পদে আবেদন ফি ৩০০ টাকা। শেষ অর্থাত্ গ্রুপ ডি পদে আবেদন ফি ২০০ টাকা।

বেতন :  লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্ট কাম অফিসার মাস্টার:

মাসে ১৩,৫০০ টাকা।

লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার: মাসে ১৩,৫০০ টাকা।

গ্রুপ ডি :  মাসে ১২,০০০ টাকা।

নির্বাচন পদ্ধতি :  লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও মৌখিক পরীক্ষা হবে।

আবেদনের পদ্ধতি :  অফলাইনে আবেদন করা যাবে। অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র জোগাড় করতে হবে। তারপর নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক: https://www.malda.gov.in/

বিজ্ঞপ্তির লিঙ্ক : https://www.malda.gov.in/sites/default/files/notice/2021-09/scan0778-2-8.pdf

আবেদন পাঠানোর ঠিকানা : Office Of the Chairman, District Legal Services Authority, Malda

আবেদনের তারিখ :

১৭ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগামী ১৫ নভেম্বর আবেদন জমার শেষ তারিখ।

ইন্ডিয়ান আর্মিতে টেকনিক্যাল পদে চাকরি

নিজস্ব প্রতিনিধি – ২০২২ সালের জানুয়ারী থেকে ভারতীয় সেনাবাহিনী টেকনিক্যাল এন্ট্রি স্কিম-৪৬ কোর্স-এ আবেদন করার জন্য প্রার্থীদের কাছে দরখাস্ত আহ্বান করেছে। পদগুলির জন্য যোগ্য প্রার্থীরা

 joinindianarmy.nic.in -ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৮ নভেম্বর ২০২১।

পদের সংখ্যা: ৯০টি শূন্যপদের জন্যে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত বিষয়গুলির সাথে ১০+২ পরীক্ষায় উত্তীর্ণ এবং জেইই (মেইনস) ২০২১ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য। স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ অথবা এর সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র এই পদের জন্য আবেদনের যোগ্য।

বয়স সীমা :  সাড়ে ১৬ থেকে সাড়ে ১৯।

বিহার পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ, আবেদনের শেষ তারিখ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি – বিহার পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদের সংখ্যা ৫৭৫টি।

আবেদনের শেষ তারিখ: ৫ নভেম্বর, ২০২১ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

কীভাবে নিয়োগের জন্য আবেদন করবেন?

১) bpsc  অফিসিয়াল ওয়েবসাইট: bpsc.bih.nic.in-তে যান।

২) বাঁ-দিকে Apply Online-এ ক্লিক করুন।

৩) একটি নয়া পেজ খুলে যাবে। তাতে B.P.S.C. Online Application লিঙ্কে ক্লিক করুন।

৪) একটি নয়া পেজ খোলার অপশন আসবে। তাতে OK করুন।

৫) সেখানে Apply Online-এ ক্লিক করুন। একটি নয়া পেজ খুলে যাবে।

৬) আবেদনপত্র পূরণ করুন। প্রয়োজনীয় নথি আপলোড করুন।

৭) আবেদন ফি জমা দিন।

৮) সাবমিট করুন।

৯) আবেদনপত্র ডাউনলোড করুন। ভবিষ্যতের জন্য প্রিন্ট-আউট করে রেখে দিন।

আবেদনের ডিরেক্ট লিঙ্ক : https://onlinebpsc.bihar.gov.in/admissionProcess/ApplicantRegistrationForm/ApplicantRegistrationForm?recordid=145

রেলে ,৩৬৬ শূন্যপদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি –  শিক্ষানবীশ পদে প্রশিক্ষণ দেওয়ার  জন্য ভারতীয় রেল সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদনের শেষ তারিখ: ৩ নভেম্বর,২০২১।

শিক্ষানবিশ

শূন্যপদ কোথায় কত:

হাওড়া ডিভিশন : ৬৫৯ টি

লিলুয়া ডিভিশন : ২০৪ টি

জামালপুর ডিভিশন : ৬৭৮ টি

শিয়ালদহ ডিভিশন :১,১২৩টি

কাঁচারাপাড়া : ১৯০ টি

আসানসোল ডিভিশন :৪১২টি।

মালদহ ডিভিশন : ১০০ টি

শিক্ষাগত যোগ্যতা:

স্বীকৃত বোর্ড থেকে সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বর সহ ম্যাট্রিক (দশম শ্রেণি) বা ১০+২ পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ট্রেড ওয়েল্ডার, ওয়্যারম্যান এবং কার্পেন্টারের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। এক্ষেত্রে স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি পাশ এবং এনসিভিটি/ এসসিভিটি-র নির্দিষ্ট ক্ষেত্রে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট/ আইটিআই সার্টিফিকেট থাকতে হবে

বয়সসীমা :

১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

প্রশিক্ষণ দেয়া হবে:

শিক্ষানবীশদের রেলওয়ের বিভিন্ন দফতর ও ওয়ার্কশপে শিক্ষানবীশ আইন ১৯৬১-র অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে। এর পরে যদিও রেলেই স্থায়ী কাজ মিলবে এমন কোনও কথা নেই।

আবেদন করতে হবে: আবেদন করতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

আবেদন ফি: প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। এসসি/এসটি/পিডব্লিউডি/মহিলা আবেদনকারীদের কোনও ফি দিতে হবে না।

Loading