নিজস্ব প্রতিনিধি – চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতার জেরে কয়েকদিন আগে তাঁকে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজ্যের প্রাক্তণ কারিগরী শিক্ষা, বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী ছিলেন রবিরঞ্জনবাবু। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। রবিরঞ্জনবাবু ২০১১ সাল থেকে টানা ১০ বছর তৃণমূলের প্রতীকে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক ছিলেন। একইসঙ্গে তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার দায়িত্বও সামলেছেন।
253 total views, 2 views today