নিজস্ব প্রতিনিধি – সুখবর শোনাল মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ । ১৫ সেপ্টেম্বর থেকে দিনে ২৫৬ টি করে মেট্রো চলবে বলে জানালো কর্তৃপক্ষ। বুধবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার থেকে অতিরিক্ত ১০টি মেট্রো চালানো হবে। বর্তমানে সোম থেকে শুক্র চলছে ২৪৬ টি মেট্রো। ১৫ সেপ্টেম্বর থেকে আপ ও ডাউন লাইনে চলবে ২৫৬টি মেট্রো। তবে পরিবর্তন করা হয়নি দিনের শুরু ও শেষ মেট্রোর সময়। আগের সময় মতো সকাল ৭ টা বেজে ৩০ মিনিটে দক্ষিণেশ্বর, দমদম ও কবি সুভাষ থেকে মিলবে পরিষেবা। দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো মিলবে রাত ৯ টা বেজে ৩০ মিনিটে। কবি সুভাষগামী শেষ মেট্রো দক্ষিণেশ্বর স্টেশন ছাড়বে রাত ৯ টা বেজে ১৮ মিনিটে।