নিজস্ব প্রতিনিধি – গর্ভবতী নারীদের লাড্ডু বিতরণ করার অভিনব উদ্যোগ নিয়েছেন বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উদ্যোগের মাধ্যমে গর্ভবতী নারীদের হাতে তুলে দেওয়া হবে পুষ্টিকর লাড্ডু। গান্ধীনগর এলাকায় প্রায় ৭০০০ জন গর্ভবতী নারীকে সন্তান জন্ম দেওয়ার আগে পর্যন্ত প্রত্যেক মাসে ১৫টি করে লাড্ডু দেওয়া হবে। জন্মাষ্টমীর দিন এই পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি।
অমিত শাহ জানিয়েছেন, যতদিন না পর্যন্ত দেশের শিশুরা সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছে ততদিন পর্যন্ত দেশের অগ্রগতি সম্ভব নয়। এই লক্ষ্যে শ্রীকৃষ্ণের জন্মদিনে মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনা করে গুজরাটের গান্ধীনগরে ‘লাড্ডু বিতরণ কর্মসূচি’-র উদ্যোগ নেন অমিত শাহ।