ধৃতিমান বড়ুয়া (বিশেষ প্রতিনিধি)  – গরুকে ভারতের জাতীয় পশু করার জন্য সুপারিশ করেছে এলাহাবাদ হাইকোর্ট। গতকাল বুধবার হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, গরুকে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা করা উচিত। আদালত যুক্তি হিসেবে তুলে ধরেছে, ভারতের সংস্কৃতির সঙ্গে গরু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। পাশাপাশি, ভারতের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে যারা গরুকে ঈশ্বরের চোখে দেখে, তাদেরও মৌলিক অধিকার রক্ষিত হবে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব বলেছেন, যারা গরুর ক্ষতি করার চেষ্টা করে, সরকারের উচিত তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা। গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণা করার সুপারিশ প্রসঙ্গে বিচারপতি শেখর কুমার যাদব বলেন, বাঁচার অধিকার সবার ওপরে। সেখানে দাঁড়িয়ে গো-হত্যা কোনো মতেই কারও মৌলিক অধিকার হতে পারে না। এলাহাবাদ হাইকোর্টে উত্তরপ্রদেশ রাজ্যের সম্ভল জেলার বাসিন্দা জাভেদ নামের এক ব্যক্তির জামিন সংক্রান্ত মামলার রায় শোনানোর সময় গরুকে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা করার সুপারিশ করেন ওই বিচারপতি। গো-হত্যার অভিযোগে জাভেদ নামের ওই ব্যক্তি আদালতের কাছে জামিনের আবেদন জানালে সেই আবেদন খারিজ করে দেন বিভারপতি শেখর কুমার যাদব। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তিই প্রথম নন, যার বিরুদ্ধে গো-হত্যার অভিযোগ উঠেছে। এর আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে গো-হত্যার অভিযোগ উঠেছিল, যা সামাজিক সম্প্রীতি নষ্ট করে। এদিকে, আদালতের এই সুপারিশকে স্বাগত জানিয়েছেন উত্তরপ্রদেশ রাজ্যের যোগী সরকারের মন্ত্রী মহশিন রাজা। তবে এলাহাবাদ হাইকোর্টের এই সুপারিশের তীব্র বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলগুলো।

Loading