নিজস্ব প্রতিনিধি – কৃষি বিল প্রত্যাহারে মিলল অনুমোদন। অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গতকালই বিতর্কিত তিন কৃষি বিল বাতিলে অনুমোদন দেওয়ার কথা ছিল। সেই মতোই ক্যাবিনেট সিলমোহর দিল বিতর্কিত কৃষি বিল বাতিলের কেন্দ্রের সিদ্ধান্তে। এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসে মন্ত্রিসভা। সেই বৈঠকেই কৃষি বিল প্রত্যাহার করা নিয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১-এর লক্ষ্য হল গতবছর অর্থাৎ ২০২০ সালে পাস করা তিনটি বিল তুলে দেওয়া। তিনটি কৃষি আইন বাতিলের বিলটি গতকাল মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয় এবং অনুমোদনের স্ট্যাম্প দেওয়া হয়। বিতর্কিত তিনটি কৃষি বিল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হলেও প্রতিবাদের রাস্তা থেকে সরতে রাজি নন বিক্ষোভরত কৃষকরা। ২০২০ সালে সংসদের বাদল অধিবেশনের সময় পাস করা হয় তিনটি বিতর্কিত কৃষি আইন। নভেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ ২৯শে নভেম্বর শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিনটি কৃষি আইন বাতিল করার এবং প্রয়োজনীয় বিল আনার ঘোষণার কয়েকদিন পরে বিলটি অনুমোদিত হয়েছিল।
247 total views, 8 views today