নিজস্ব প্রতিনিধি – জলের পাইপে লুকিয়ে রাখা ছিল টাকা। পূর্ত দফতরের এক ইঞ্জিনিয়ারের বাড়িতে সেই সন্ধান পেয়ে সেখান থেকে টাকাগুলো বের করা হয়। এ ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

বুধবার ভারতের কর্নাটকের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় অপরাধ দমন শাখা।

সংস্থার প্রায় ৪০০ অফিসার ওই রাজ্যের ৬০টি জায়গায় অভিযান চালায়। অভিযানে সোনার গয়না, অস্থাবর সম্পত্তি এবং নগদ টাকা

উদ্ধার করা হয়। অপরাধ দমন শাখার এক অফিসার বলেন, অভিযানে সাড়ে তিন কোটি টাকার গয়না ছাড়াও প্রচুর নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে কালবুর্গী এলাকার পূর্ত দপ্তরের এক ইঞ্জিনিয়ারের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ১৩ লাখ টাকা। ওই ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে টাকা উদ্ধারের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, জলের পাইপ থেকে  টাকা বের করছেন কর্মকর্তারা।

 265 total views,  6 views today