নিজস্ব প্রতিনিধি – করোনাভাইরাসের সংক্রমণ ভাটার মুখে থাকলেও এখনো এই ভাইরাস বিদায় নেয়নি; বরং এ রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আগামী অক্টোবর মাসে আছড়ে পড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকার ২০২২ সালের মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা নিয়ে ভাবনা শুরু করেছে। মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কমিয়েছে তারা।
২০২১ সালে এ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা হয়নি। বিদ্যালয়গুলোর আগের পরীক্ষার নম্বর সমন্বয় করে পরীক্ষার্থীদের পাস করিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এবার অবশ্য মাধ্যমিক পরীক্ষা না হওয়ার ঘোষণা দেওয়া না হলেও গতকাল মঙ্গলবার মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেবাস কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা ২০২২ সালের ১ জুন থেকে শুরু হওয়ার কথা। মাধ্যমিক শিক্ষা বোর্ড ইতিমধ্যে পরীক্ষা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। এখন রাজ্যের সব বিদ্যালয় কার্যত করোনার কারণে বন্ধ রয়েছে। বিভিন্ন বিদ্যালয়ে পড়ানো হচ্ছে অনলাইনে। তাই আসন্ন মাধ্যমিক পরীক্ষার চাপ কমাতে মাধ্যমিক শিক্ষা বোর্ড গতকাল এক বিজ্ঞপ্তিতে বলেছে, আসন্ন ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা হবে যথারীতি সাত বিষয়ে। তবে ওই সব বিষয়ের সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে। যে সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, সেগুলো হলো বাংলাসহ সব প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, ইতিহাস ও ভূগোল। এ–সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে রাজ্যের সব বিদ্যালয়কে। নতুন সিলেবাসে বাংলা থেকে বাদ দেওয়া হয়েছে কবি জয় গোস্বামীর কবিতা ‘অস্ত্রের বিরুদ্ধে গান’, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘নদীর বিদ্রোহ’, রাজশেখর বসুর প্রবন্ধ ‘বাংলা ভাষার বিজ্ঞান’। ইংরেজি থেকে বাদ দেওয়া হয়েছ ‘দ্য স্মেল’ কবিতা ও ‘দ্য ক্যাট’ গল্প। এ ছাড়া ইতিহাস থেকে বাদ যাচ্ছে বিশ শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বিশ শতকে ভারতের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, আর গণিতে বাদ যাচ্ছে ত্রিকোণমিতি। এ ছাড়া অন্যান্য বিষয়ে থেকে বাদ যাচ্ছে কিছু অংশ।